• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০৬:১৭ পিএম

নারী দিবসে জাগরণ অনলাইনের বিশেষ অনুষ্ঠানে ঐশী

নারী দিবসে জাগরণ অনলাইনের বিশেষ অনুষ্ঠানে ঐশী

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। ইতিমধ্যে বাংলা সংগীত জগতে দৃঢ় করেছেন নিজের অবস্থান। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়নি এমন শ্রোতা খুঁজে পাওয়া ভার। বছরজুড়ে অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত বিশের অধিক সিনেমায় প্লেব্যাক করেছেন এই কণ্ঠশিল্পী। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী এবার অতিথি হিসেবে থাকছেন জাগরণ অনলাইনের নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে। নারী দিবসে রাত ১০টা ৪৫ মিনিটের অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে জাগরণ অনলাইনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কর্ডেলিয়া বিশ্বাস।

অনুষ্ঠানে ঐশী, তার ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে কথা বলবেন নারী অধিকার ও স্বাধীনতা নিয়ে। তিনি তার দেখার দৃষ্টিতে জানা-অজানা কথাগুলো ভাগাভাগি করে নেবেন দর্শকের সঙ্গে। শোনাবেন জনপ্রিয় গান।

ছোটবেলা থেকেই গানের চর্চা করেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শিখেছেন। এই শিল্পীর একাধিক মিক্সড ও একক অ্যালবাম রয়েছে।