• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৯:৩৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০২:৫১ পিএম

পরিচালকদের সভাপতি সোহান, মহাসচিব সুমন

পরিচালকদের সভাপতি সোহান, মহাসচিব সুমন

উৎসাহ, উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচনের ফলাফলে ১২৯ ভোট পেয়ে সভাপতির দায়িত্ব  পেয়েছেন সোহানুর রহমান সোহান। তার প্যানেল থেকেই ১৬৫ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন নির্মাতা শাহীন সুমন।

শুক্রবার (২ এপ্রিল) বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলে। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৬১ জন।

নির্বাচিতরা হলেন_

১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান সোহান।

১৬৫ ভোট পেয়ে মহাসচিব পদে জয় পেয়েছেন শাহীন সুমন।

উপমহাসচিব পদে ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন কবিরুল ইসলাম রানা।

সহসভাপতি হিসেবে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ।

অর্থ সচিব মো. সালাহউদ্দিন ১৭০ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব ১২৪ ভোট পেয়ে জয় পেয়েছেন।

আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন ১৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল ১৯৩ ভোট পেয়ে জয় পেয়েছেন।