• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৭:১৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০৭:১৫ পিএম

‘বেঁচে থাকলে পয়লা বৈশাখ-ঈদ অনেক পাবেন’

‘বেঁচে থাকলে পয়লা বৈশাখ-ঈদ অনেক পাবেন’

দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। বাঙালির চিরন্তন এই উৎসবে গত বছরের মতো এবারও থাকছে না কোনো আয়োজন। কারণ, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এরকম পরিস্থিতিতে পয়লা বৈশাখ উদযাপনের কথা ভুলে যাওয়ার জন্য অনুরোধ করছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। রোববার এক ফেসবুক পোস্টে তিনি এই অনুরোধ জানান।

সানি লিখেছেন, “দয়া করে এবার পয়লা বৈশাখের নাম নেবেন না, ভুলে যান সামনে ঈদ নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। আল্লাহকে স্মরণ করুন, বেঁচে থাকলে পয়লা বৈশাখ-ঈদ অনেক পাবেন। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, হোক না সেটা সীমিত। লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে।”

ওমর সানির পরিবারও করোনার থাবা থেকে রক্ষা পায়নি। ওমর সানি বাদে মৌসুমী, তার মেয়ে, ছেলে ও ছেলের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই চিত্রনায়ক।