• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৭:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৭:৫৪ পিএম

কবরীর অবস্থা আশঙ্কাজনক, জানালেন ছেলে

কবরীর অবস্থা আশঙ্কাজনক, জানালেন ছেলে

গত এক সপ্তাহ ধরে রাজধানীর রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। বর্তমানে শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন তার ছেলে শাকের চিশতী। 

জাগরণ অনলাইনকে শাকের বলেন, ‍“মায়ের অবস্থা খুব খারাপ। যেকোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সৃষ্টিকর্তার ওপর ভরসা করা ছাড়া উপায় নেই।”

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে কবরীকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। তার ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। কবরীর কিডনির জটিলতা ও শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।