• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০২:১৬ এএম

চিত্রনায়ক ওয়াসিম আর নেই

চিত্রনায়ক ওয়াসিম আর নেই

জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম আর নেই (ইন্না লিল্লাহি....রাজিউন)।

 

রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম করোনা নেগেটিভ ছিলেন। তবে কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৭২ সালে ঢাকাই সিনেমায়  ওয়াসিমের অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে। ‘ছন্দ হারিয়ে গেল' সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু।

 

নায়ক হিসেবে ওয়াসিম যাত্রা শুরু করেন মহসিন পরিচালিত ‘রাতের পর দিন' সিনেমায়। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

 

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘ছন্দ হারিয়ে গেলো',‘রাতের পর দিন’,‘দোস্ত দুশমন’,‘দি রেইন’,‘রাজদুলারী’,‘বাহাদুর,‘মানসী’,‘সওদাগর’,‘নরম গরম’,‘বেদ্বীন’,‘ঈমান’,‘লাল মেম সাহেব'সহ আরও অনেক সিনেমা।