• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ১২:৩৯ পিএম

ফারুকের শারীরিক অবস্থা স্থিতিশীল

ফারুকের শারীরিক অবস্থা স্থিতিশীল

চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এখনো তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

ফারহানা পাঠান বলেন, “ফারুকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি সাড়া দিচ্ছেন। তবে সুস্থতার মাত্রার গতি খুবই ধীর। অবস্থার কতটা উন্নতি হয়েছে, তা বলা যাবে আরও এক সপ্তাহ পরে। চিকিৎসকরা আশাবাদী বলেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

গত বছরের অক্টোবরের শেষের দিকে সিঙ্গাপুর থেকে নিয়মিত চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সেজন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হয় তাকে। 

নিয়মিত চিকিৎসার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। সেখানে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ থেকে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।