• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ০১:১৩ পিএম

কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে টলি তারকাদের শোক

কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে টলি তারকাদের শোক

বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। করোনায় কবি শঙ্খ ঘোষের জীবনাবসান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যাঙ্গনে। শুধু তাই নয়, সংস্কৃতি অঙ্গনও তার মৃত্যুতে শোকাহত। 

কবির মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন তিনি। পরমব্রত লিখেছেন, “অকল্পনীয় অভাবনীয় অপূরণীয় ক্ষতি। ভালো থাকবেন কবি।”

ফসিল্স ব্যান্ডের রূপম ইসলাম লিখেছেন, “কবি শঙ্খ ঘোষ। আলাপ হয়েছিল। টুকরো কথা, মাত্র একবার। তাকে স্মরণ করছি অন্যতম পছন্দের একটি রচনায়।”

অভিনেত্রী সুদীপা চক্রবর্তী লিখেছেন, “আবার নক্ষত্র পতন। কবি শঙ্খ ঘোষ নেই। করোনা কেড়ে নিলো তাকে। অপূরণীয় ক্ষতি।”

১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে জন্ম হয় শঙ্খ ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। কর্মজীবনে বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পড়িয়েছেন বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয়েও। পেয়েছেন জ্ঞানপীঠ, সাহিত্য অ্যাকাডেমিসহ একাধিক পুরস্কার। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’, ‘মূর্খ বড় সামাজিক নয়’।