• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ০১:৪৫ পিএম

অস্কারে মাস্ক পরতে হবে না অতিথিদের

অস্কারে মাস্ক পরতে হবে না অতিথিদের

কয়েকদিন বাদেই ২৫ এপ্রিল বসছে অস্কারের ৯৩তম আসর। করোনার কারণে এবার অস্কার অনুষ্ঠান অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্দিষ্ট তারিখের দুই মাস পর বসছে এই আসর। 

করোনায় অস্কার অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে—সেটা নিয়ে সিনেমাপ্রেমীদের বাড়তি আগ্রহ রয়েছে। আগেই বলে দেওয়া হয়েছিল, জুম অ্যাপে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। মনোনীতদের উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে। 

এবার জানা গেছে, লস আঞ্জেলসের ইউনিয়ন স্টেশনের মেইন শো রুমে যেসব অতিথি আসন গ্রহণ করবেন, তাদের ক্যামেরার সামনে মাস্ক পরতে হবে না। মাস্ক পরতে হবে না উপস্থাপকদেরও।

তবে বিরতির সময় শো রুমের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সোমবার এক জুম সেশনের মাধ্যমে এই তথ্য অস্কারে মনোনয়ন প্রাপ্তদেরকে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

ইউনিয়ন স্টেশনের মেইন শো রুমে অতিথিদের আসনের মাঝে দূরত্ব রাখা হবে। ফলে অতিথিরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন। এছাড়াও সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে অনুষ্ঠানে।

১৭০ জন হলিউড তারকার সমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক না হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন করোনা মহামারীর এই কঠিন পরিস্থিতির মাঝে এধরনের সিদ্ধান্তে বড় বিপদ আসতে পারে।

সমালোচকদের মতে, ভ্যাকসিন নিয়েও প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরছেন মানুষকে সচেতন করার জন্য। হলিউড তারকাদেরও উচিত মাস্ক পরে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো।

১৪ মার্চ অনুষ্ঠিত ৬২ তম গ্র্যামি পুরস্কারে অতিথিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। শুধু পুরস্কার গ্রহণের পর বক্তব্য দেয়ার সময় মাস্ক খোলার অনুমতি ছিল।