• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০২:২৮ পিএম

ভীষণ অসহায় লাগছে স্বস্তিকার

ভীষণ অসহায় লাগছে স্বস্তিকার

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। সামনে হয়তো পুরো ভারত লকডাউন হতে পারে। 

টলিউডেও হানা দিয়েছে করোনা। জিৎ, শুভশ্রীসহ আরও অনেক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এরকম পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় লাগছে স্বস্তিকার। এই অবস্থায় ভিন্ন আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, করোনা পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন স্বস্তিকা। তাই নেট দুনিয়ায় নিজের দুশ্চিন্তা প্রকাশের পাশাপাশি সবার জন্য সাহায্যকারী নম্বর, টিকা কেন্দ্র এবং করোনা পরীক্ষা কেন্দ্রের টোল ফ্রি নম্বর শেয়ার করেছেন।

স্বস্তিকা ভক্তদের উদ্দেশে বলেছেন, “আশা করি, আপনারা ভালো আছেন। খুব দরকার না পড়লে বাইরে নিশ্চয়ই পা রাখছেন না।” 

আর নিজের অসহায়ত্ব প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, “গত কয়েক দিন ধরে নিজেকে ভীষণ অসহায় লাগছে। চাইলেও কাউকে কোনোভাবে সাহায্য করতে পারছি না।”