• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০২:১৪ পিএম

মৃত বাবার সৎকার করতে পারছেন না সৃজিত

মৃত বাবার সৎকার করতে পারছেন না সৃজিত

বাবা হারালেন টলিউডের নামকরা চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশের জামাই সৃজিত মুখার্জি। নিজেই বাবার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। তার বাবা করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। 

সৃজিত টুইটারে লিখেছেন, “আমার বাবা মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তার করোনার কোনো উপসর্গ ছিল না। সুস্থ ছিলেন।”

তিনি জানান, মৃত্যুর পর তার দেহ সৎকার নিয়ে বিপাকে পড়েছেন। কেউ সাহায্যে এগিয়ে আসছে না। এমনকি তার ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। 

সকলের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন সৃজিত। কীভাবে এই সমস্যার মোকাবিলা করবেন তা-ও জানতে চেয়েছেন। এমনকি ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তীর কাছেও সাহায্য চেয়েছেন সৃজিত। 

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। সৃজিত সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য দিয়ে করোনা আক্রান্তদের সাহায্য করছেন শুরু থেকে। মহাসংকট পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ডিলারের নাম, ঠিকানা, ফোন নম্বর শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবার তার পরিবারের নেমে এলো শোকের ছায়া।