• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০২:০৩ পিএম

বলিউডের ৩০ হাজার কর্মীকে টিকা দেবে যশরাজ ফিল্মস

বলিউডের ৩০ হাজার কর্মীকে টিকা দেবে যশরাজ ফিল্মস

করোনায় বিপর্যস্ত ভারত। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। ক্রমেই বাড়ছে সংক্রমণের হার। বলিউডেও হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন অনেক তারকা। এছাড়া ক্যামেরার পেছনের কারিগররাও করোনা আক্রান্ত হচ্ছেন।

এমন পরিস্থিতি অভিনব দায়িত্ব কাঁধে তুলে নিলো প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ইন্ডাস্ট্রির ৩০ হাজার নিবন্ধিত সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। খবর হিন্দুস্তান টাইমসের। 

যশরাজ ফিল্মসের জেষ্ঠ্য সহ-সভাপতি অক্ষয় ঋদ্ধিওয়ানি স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, “ফিল্ম ইন্ডাস্ট্রি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি পুনরায় কাজ শুরু করা জরুরি। যাতে কয়েক হাজার কর্মী আবার জীবিকা নির্বাহ করতে এবং তাদের পরিবারকে রক্ষা করতে পারেন। যশরাজ ফিল্মস দ্য যশ চোপড়া ফাউন্ডেশনের মাধ্যমে এই ক্ষেত্রে সমর্থন জানাতে চাই।”

আরও বলা হয়েছে, “আমরা মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, যাতে ৩০ হাজার নিবন্ধিত কর্মী, যারা মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্প ফেডারেশনের সদস্য তাদের জন্য করোনার ভ্যাকসিন বরাদ্দ করতে পারি এবং আমাদের ক্রয়ের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছি।”