• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২১, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ০৫:৫০ পিএম

যমজ ১৪: চার চরিত্রে মোশাররফ করিম

যমজ ১৪: চার চরিত্রে মোশাররফ করিম

মোশাররফ করিম অভিনীত ‘যমজ’ সিরিজের নাটকগুলো পেয়েছে দর্শক জনপ্রিয়তা। প্রতি ঈদে নাটকটির সিক্যুয়াল নির্মিত হয়। এ পর্যন্ত নাটকটির ১৩ টি সিরিজ নির্মিত হয়েছে যদিও গেল ঈদে করোনার কারণে সিক্যুয়াল নির্মিত হয়নি। তবে এবার নির্মিত হয়েছে ‘যমজ ১৪’।

নাটকটির আগের সিক্যুয়েলে তিনটি চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়েলে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা। বিষয়টি জানিয়েছেন নাটকটির নির্মাতা।

‘যমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, “এই নাটকের (যমজ) জন্য সবসময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা যমজ দেখতে পাবেন।”

নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে। আর টিভিতে ঈদের চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।