• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০১:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০২:৫১ পিএম

করোনার মধ্যেও ঈদে মুক্তি পাচ্ছে দুই ছবি

করোনার মধ্যেও ঈদে মুক্তি পাচ্ছে দুই ছবি

গত বছর করোনায় ঈদে সিনেমা হল বন্ধ ছিল। তবে এবার ঈদে সিনেমা হল খোলা রাখতে চাইছেন প্রেক্ষাগৃহ মালিকরা। দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও তারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করতে চান। তাই প্রযোজকদের সিনেমা মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

প্রদর্শক সমিতির ডাকে সাড়া দিয়েছেন দুই প্রযোজক ডিপজল ও সিমি ইসলাম কলি। ডিপজল প্রযোজিত ‘সৌভাগ্য’ এবং সিমি ইসলাম কলি প্রযোজিত ‘নারীর শক্তি’ সিনেমা দুটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিপজল বলেন, “মহামারির মধ্যেই দর্শকদের ঈদের বিনোদন দেওয়ার জন্য সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ঈদে নতুন সিনেমা আসবে না—বিষয়টা কেমন হয়ে যায়। তবে যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি চালানো হবে তাদের বলে দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের সিনেমা দেখার সুযোগ করে দেয়।”

ডিপজল আরও বলেন, “সবাই জানেন আমি গল্পনির্ভর সিনেমা করি। এই ছবিটিও ভালো গল্পে তৈরি। দর্শক নিরাশ হবেন না।”

‘সৌভাগ্য’ সিনেমাটি নির্মাণ করেছেন এফআই মানিক। সিনেমায় ডিপজল, মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা।

অন্যদিকে নারীপ্রধান নারীর শক্তি সিনেমাটি পরিচালনা করেছে বি এইচ নিশান। মূল ভূমিকায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি। আরও আছেন আশিক চৌধুরী, রিনা খান।