• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০২:৩৬ পিএম

ফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করব: জয়া আহসান

ফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করব: জয়া আহসান

করোনা ম্লান করে দিয়েছে ঈদ আনন্দ। তবে সবাই চাইছেন সীমিত পরিসরে হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাধারণত ঢাকাতেই ঈদ করেন। এবার ঈদটাও ঘরবন্দি কাটবে তার।

জয়া বলেন, “আমি যেখানেই থাকিনা কেন—সবসময় ঢাকাতেই আমি ঈদ করি। এবারের ঈদটা আসলে এক প্রকারের ঘরেই কাটবে। আমরা তো আশা করে ছিলাম এবারের ঈদটা ভালো করে হবে। কিন্তু সেটা হচ্ছে না।”

এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সবাইকে বলব এতদিন যেহেতু ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্য ধরুন। এবার তো আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া কিংবা তারাও কেউ আসতে পারবেন না। এটা সম্ভবও না আর উচিতও হবে না। তাই যারা বাইরে আছেন তাদের সঙ্গে আপাতত ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করি।”

জয়া বলেন, “আমরা যারা ঘরে আছি তাদের তো কোনো সমস্যা নেই। তারা সবকিছু মেনে ঠিকঠাক মতো হাতে হাত রেখে কোলাকুলি করে ঈদ করতে পারব।”

এদিকে জয়ার হাতে এখন ঢাকা-কলকাতার একগাদা প্রোজেক্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরো দমে কাজ শুরু করে দেবেন।