• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৩:০৮ পিএম

ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, বললেন স্বরা

ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, বললেন স্বরা

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে ইসরায়েলকে ‘সন্ত্রাসবাদী দেশ’ বলে টুইটারে ক্ষোভ ঝেড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

টুইটারে তিনি লিখেছেন, “অনেকবার বলা হয়েছে, ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র। ইসরায়েল একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র।”

স্বরার এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি নেটিজেনরা। ইসরায়েলের পক্ষ নিয়ে নেটিজেনরা বলেন, “ভারতের সঙ্গে এখন ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক দারুণ। করোনার সময় দেশটি সাহায্য করছে। এমন সময় স্বরার এমন মন্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।”

যদিও স্বরা নিজের মন্তব্যে অটল। সমালোচনার পাল্টা জবাবে তিনি লিখেছেন, “ভারতীয় ডানপন্থী সমর্থকরা তোমাকে সমর্থন করছে মানে ইসরায়েল তুমি জেনে রাখো তুমি বেঠিক, পুরোপুরি বেঠিক।”

টুইটারে কেউ কেউ স্বরার ইসলামপ্রীতি নিয়েও প্রশ্ন তোলেন। এমন মন্তব্যের বিপরীতে স্বরা লিখেছেন, “ফিলিস্তিনি ও ফিলিস্তিবাসীর সুবিচার চাওয়াটার সঙ্গে ইসলামের কোনো যোগ নেই। অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না। প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথা ব্যাথা থাকা উচিত।অমুসলিমদেরও থাকা উচিত।”

এ সময় প্রায় ১১ বছর আগে ফিলিস্তিনির গাজায় গিয়ে সেদেশের পতাকা হাতে ইসরায়েলি সেনাকে ‘মধ্যমা দেখানোর’ একটি বিতর্কিত ছবিও পোস্ট করেন স্বরা।