• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৪:১৪ পিএম

পরিযায়ী শ্রমিকদের খাবার দিচ্ছেন সানি লিওন

পরিযায়ী শ্রমিকদের খাবার দিচ্ছেন সানি লিওন

ভারতে করোনার ভয়াবহতা বাড়ছে। প্রতিদিন লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। যার কারণে, দেশটির কোনো কোনো রাজ্য আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। 

এই পরিস্থিতিতে প্রতিদিন দিল্লির দশ হাজার পরিযায়ী শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন সানি লিওন। পিইটিএ নামক এক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সানি বলেন, “আমরা সকলেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে এগিয়ে এসে এই সমস্যার সমাধান করা উচিত। পিইটিএর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিদিন দিল্লির দশ হাজার পরিযায়ী শ্রমিককে প্রোটিন সমৃদ্ধ খাবার তুলে দিতে সক্ষম হচ্ছি। ডাল-ভাত, ডাল-রুটি, খিচুরি আর যে কোনো ফল থাকছে সকলের জন্য।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন সানি। তখন তিনি লিখেছিলেন, “নিজে ভ্যাকসিন নিন, প্রিয়জনকেও ভ্যাকসিনের জন্য নিয়ে যান। যাতে আমাদের কোভিড যোদ্ধাদের সুবিধা হয় করোনা ভাইরাসকে আরও ভালোভাবে মোকাবিলা করতে।”

এমনকি, যারা সদ্য করোনা থেকে সেরে উঠছেন সকলকে প্লাজমা নিতে যাওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তিনি।