• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০১:৩০ পিএম

চলচ্চিত্রের ‘ভুবন সোম’ মৃণালের জন্মদিন

চলচ্চিত্রের ‘ভুবন সোম’ মৃণালের জন্মদিন

বাংলার বিখ্যাত পরিচালক মৃণাল সেন। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের পাশাপাশি মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের সূচনা ঘটেছিল। আজ এই কিংবদন্তির জন্মদিন।

১৯২৩ সালের ১৪ মে আজকের বাংলাদেশের ফরিদপুরে জন্ম মৃণাল সেনের। হাইস্কুলের পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় পাড়ি জমান।

পদার্থবিদ্যা নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আজীবন বামপন্থায় বিশ্বাসী মৃণাল সেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু কখনো পার্টির সদস্য হননি। পরে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে মৃণাল সেন ভারতের পার্লামেন্টেও গেছেন।

১৯৫৫ সালে ‘রাত ভ'র’ ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তার পরের ছবি ছিল ‘নীল আকাশের নীচে’।

‘বাইশে শ্রাবণ’ ছবির মাধ্যমে প্রথম আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। তবে ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’ ছবির মাধ্যমেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতির তুঙ্গে পৌঁছান মৃণাল সেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল সেন। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়।