• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৩:৩৫ পিএম

মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া

মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া

বিশ্বজুড়েই চলছে করোনা মহামারি। এই পরিস্থিতিতেই অনুষ্ঠিত হয়ে গেল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এ বছর মিস ইউনিভার্সের সব সুন্দরীদের পেছনে ফেলে শিরোপা জিতে নিয়েছেন মেক্সিকান সুন্দরী আন্দ্রেয়া মেজা।

১৬ মে রোববার হলিউডের বিলাসবহুল সেমিনোল হার্ড রক হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল পুরো হোটেল। সাধারণদের সেখানে চলাফেরা বন্ধ ছিল। করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নেওয়া হয়।

এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন দেশের ৭৩ জন সুন্দরী। এদের মধ্য থেকে ২১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়। চূড়ান্ত পর্বে উঠে আসেন ৫ প্রতিযোগী। এরা হলেন- আন্দ্রেয়া মেজা, জুলিয়া খামা, জ্যানিক মাসেতা, অ্যাডলিন কাস্তালিনো ও কিম্বারলি পেরেজ।

সব সুন্দরীকে পেছনে ফেলে মুকুট মাথায় তোলেন ম্যাক্সিকান সুন্দরী আন্দ্রেয়া মেজা। প্রথম রানার আপ হয়েছেন ব্রাজিলের জুলিয়া খামা। দ্বিতীয়  রানার আপ নির্বাচিত হয়েছেন পেরুর জ্যানিক মাসেতা। চতুর্থ রানার আপ হয়েছেন কিম্বারলি পেরেজ। এরপরই স্থান পান ভারতীয় সুন্দরী অ্যাডলিন কোয়াদ্রোস ক্যাস্তেলিনো।

জয়ী আন্দ্রেয়া মেজার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজোবিনি তুনজি।

আন্দ্রেয়া মেজাকে নিয়ে তৃতীয়বারের মতো মিস ইউনিভার্সের খেতাব পেল মেক্সিকো। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে বিজয়ী হয়েছিলেন।