• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৪:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৫:০১ পিএম

নোবেলের বিরুদ্ধে জিডি

নোবেলের বিরুদ্ধে জিডি

সাংবাদিককে অপহরণের হুমকি দেওয়ায় সারেগামাপা খ্যাত মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মে) দুপুরে বেসরকারি ওই টেলিভিশনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতের জি বাংলার রিয়েলিটি শো থেকে আলোচনায় আসা নোবেল বিভিন্ন সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্কিত পোস্ট দিয়েছেন। সর্বশেষ তিনি তার মৃত্যুর তারিখ ঘোষণা করে একটি পোস্ট করলে সময় টিভির নিজস্ব প্রতিবেদক আল কাছির পেশাগত দায়িত্ব মনে করে নোবেলকে ফোন করেন। ফোন পেয়ে নোবেল ওই প্রতিবেদককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর এক কর্মকর্তার শ্যালক দাবি করে ওই সাংবাদিককে অপহরণের হুমকি দেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নোবেল প্রথম আলো, চ্যানেল ২৪-এর সাংবাদিকসহ ১০ সাংবাদিককে জেলে নেওয়ার হুমকি দেন। এ সময় নিজেকে শুধু শিল্পী নয়, একজন ক্যাডার হিসেবেও জাহির করেন নোবেল।

কলাবাগান থানায় করা সাধারণ ডায়েরির সঙ্গে নোবেলের ফোন রেকর্ডও সংযুক্ত করা হয়েছে।