• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০২১, ১২:১৩ পিএম

২৫ কোটি টাকার মানহানি মামলা করলেন শিল্পা

২৫ কোটি টাকার মানহানি মামলা করলেন শিল্পা
শিল্পী শেঠী

এবার রাজকুন্দ্রকে নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন স্ত্রী শিল্পা শেঠী।

সেই সাথে বিনা শর্তসাপেক্ষে ক্ষমা প্রার্থনার দাবি ও ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন—ফেসবুক, ইনস্টাগ্রামের বিরুদ্ধে মানহানির মামলা করলেন শিল্পা।

মুম্বাই হাইকোর্টে এ মামলার শুনানি রয়েছে আজ। মুম্বাই পুলিশ বলছে, গত ৫ মাসে অবৈধ অ্যাপের মাধ্যমে প্রায় ১ কোটি ১৭ লাখ রুপি আয় করেছেন রাজকুন্দ্র।

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে নিয়ে বেশ কয়েকবার তল্লাশি চালানো হয় তার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করা হয় তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠিকেও।

রাজের গ্রেফতারের পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’র পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যাপারেও সন্দেহ পোষণ করে পুলিশ। 

জানা গেছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে পর্নো ভিডিও তৈরি ও প্রকাশের কাজ করা হতো। শিল্পা এটি থেকে কোনো লভ্যাংশ পেতেন কিনা তা খতিয়ে দেখতে পুলিশ শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে।

জাগরণ/এসএসকে/এমএ