• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:২১ পিএম

‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ’

‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ’

আজ ১৯ সেপ্টেম্বর বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা রাখতেন তিনি। মৃত্যুর ২৫ বছর পরও কালজয়ী এই নায়ক এখনো সমানভাবে আলোচিত, জনপ্রিয়, প্রাসঙ্গিক। জন্মদিনে ক্ষণজন্মা এই নায়ককে স্মরণ করেছেন ঢালিউডের বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্টে শাকিব খান লেখেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।’

তিনি লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে।’

প্রয়াত সালমান শাহকে নিয়ে এই নায়ক লেখেন, ‘অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

শাকিব খানের মতে, ‘একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।’

জাগরণ/এমএইচ