• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১২:০৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০২১, ১২:০৩ এএম

শাহরুখ-পুত্র আরিয়ানের প্রশ্ন

১৩০০ লোকের পার্টিতে আটক মাত্র ১৭ কেন?

১৩০০ লোকের পার্টিতে আটক মাত্র ১৭ কেন?
সংগৃহীত ছবি

পার্টিতে ১৩০০ লোক থাকলেও মাত্র ১৭ জনকেই কেন গ্রেফতার করা হলো?- নিজের জামিন শুনানিতে এমন প্রশ্নই আদালতকে ছুঁড়ে দিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

অন্তর্বর্তী জামিনের আবেদন জমা দেয়ার পর শুক্রবার (৮ অক্টোবর) জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এখানেই প্রথমবারের মতো মাদককাণ্ডে জড়ানোর পর জনসমক্ষে নিজ বক্তব্য তুলে ধরেন তিনি।

আরিয়ান দাবি করেন, প্রমোদতরীতে ওঠার সময় ব্যাগ পরীক্ষা করা হলেও তখন কোনও মাদক মেলেনি।

মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) বলছে, মাদক সেবনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ‘ভুল’ কবুল করেছিলেন আরিয়ান। সেই বয়ানও প্রমাণ হিসাবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা।

আরিয়ানের অংশগ্রহণে পার্টি আরও চমকপ্রদ হয়ে উঠবে বলে ভিভিআইপি তালিকায় তাকে আমন্ত্রণ করা হয়েছিল বলেও জানান তিনি।

একই অভিযোগে অভিযুক্ত বন্ধু প্রতীকই আয়োজকদের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল উল্লেখ করে শাহরুখ-পুত্র আরও বলেন বন্ধুত্ব থাকলেও প্রতীকের কোনও কাজের সাথে সংশ্লিষ্টতা নেই তার।

ঘটনাচক্রে একইদিনে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাতের মুন্দ্রা বন্দরে প্রায় ৩০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধারের মামলার তদন্তভার হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

দুইটি ঘটনা একইদিনে ঘটাকে কাকতালীয় বলতে মোটেও আগ্রহী নয় কংগ্রেস।

দলটির দাবি, মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের ঘটনা থেকে নজর সরাতেই প্রমোদতরীতে চালানো হয়েছে এই অভিযান।

কিলা আদালত আরিয়ান সহ আটজনকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে শাহরুখ-পত্নী গৌরী খান ছেলের সাথে দেখা করতে এনসিবির দফতরে যান।

এসময় গৌরীর সঙ্গে ছিলেন কিং খানের ব্যবস্থাপক পূজা দাদলানি।

জাগরণ/এমএ