• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১২:০৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২১, ১২:০৯ এএম

আইয়ুব বাচ্চুর গানের রয়্যালটি পেলো পরিবার

আইয়ুব বাচ্চুর গানের রয়্যালটি পেলো পরিবার
আইয়ুব বাচ্চু ● ফাইল ফটো

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কপিরাইট রেজিস্ট্রেশন করা ২৭২ গানের ডিজিটাল আর্কাইভিং কর্মসূচি থেকে ৯ লাখ টাকা রয়্যালটি পেলো তার পরিবার।

আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌসী চন্দনার হাতে এ অর্থের চেক হস্তান্তর করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

২০১৭ সালে আইয়ুব বাচ্চু নিজের কিছু গানের কপিরাইট নিবন্ধন করেছিলেন। তারপরের বছর ২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু।

এর দু বছর পর ২০২০ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর ২৭২টি গান সংরক্ষণের উদ্যোগ নেয় কপিরাইট অফিস। আর সেই গান থেকে গত এক বছরে আয় হয়েছে পাঁচ হাজার ডলার। আর সেই সম্মানি পরিবারের হাতে তুলে দিলো বাংলাদেশ কপিরাইট অফিস। 

এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

দুটি মোবাইল অপারেটর ও স্বাধীন মিউজিক অ্যাপস নামের সঙ্গীতবিষয়ক একটি প্রতিষ্ঠান অগ্রিম রয়্যালটি হিসেবে পাঁচ লাখ টাকা প্রদান করে। 

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালে ৫৬ বছর বয়সে মারা যান তিনি। ফিলিংস ও সোলসে কাজ করার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন ব্যান্ড এলআরবি। 

জাগরণ/এমএ