• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১২:৫৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০২১, ১২:৫৭ এএম

আসছে ‘বজরঙ্গী ভাইজান’ এর সিক্যুয়েল

আসছে ‘বজরঙ্গী ভাইজান’ এর সিক্যুয়েল
ফাইল ফটো

সালমান খান-কারিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’  ২০১৫ সালে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এটি বলিউড সুপারস্টার সালমান খানের কেরিয়ারে অন্যতম সেরা ছবি। এই ছবিটি ওই বছর সারা বিশ্বব্যাপী ৯০০ কোটির ওপর ব্যবসা করেছিল। এবার এই ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিলেন সালমান।

রোববার (১৯ ডিসেম্বর) মুম্বাইয়ে ‘আরআরআর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়ে তথ্যটি জানান তিনি।

সিক্যুয়েলটি লিখবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

ভারতে হারিয়ে যাওয়া ছোট্ট মুন্নিকে তার বাড়ি পাকিস্তানে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয় পবন ওরফে বজরঙ্গী। সরল-সাদাসিধে, নির্বিরোধ প্রকৃতির পবন ভিন্ন ধর্মাবলম্বী মূক শিশুটিকে তার দেশে ফেরাতে প্রাণের বাজি রাখতেও পিছপা হয় নি।  বলিউডের প্রেম-ভালবাসা-অ্যাকশনের চেনা পরিধির বাইরে কবীর খান পরিচালিত এই ছবি মন ছুঁয়েছিল দর্শকের। ছোট্ট মুন্নি আর পবনের ভালোবাসা দর্শকদের মনে স্থায়ী দাগ ফেলে।

রোববার ‘আরআরআর’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং ‘আরআরআর’ পরিচালক এসএস রাজামৌলি। ওই অনুষ্ঠানে করণ সালমনকে ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সালমান খবরটি ঠিক বলে জানান।

জাগরণ/এসএসকে