• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২২, ১২:১৮ পিএম

ডিক্যাপ্রিওর নামে গাছের নামকরণ

ডিক্যাপ্রিওর নামে গাছের নামকরণ
লিওনার্দো ডিক্যাপ্রিও

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে নতুন প্রজাতির একটি গাছের নামকরণ করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। 

রয়্যাল বোটানিক গারডেনসের বিজ্ঞানীরা বলেন, একটি রেইনফরেস্টকে নিধনের হাত থেকে রক্ষার জন্য তাকে সম্মান জানানোর উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

গাছটির বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে ইউভারিওপসিস ডিক্যাপ্রিও। চিরসবুজ প্রকৃতির এই গাছটি শুধু ক্যামেরুনের বৈচিত্র্যময় ইবো বনে পাওয়া যায়। 

মধ্য আফ্রিকার এই বনটি বাইরের পৃথিবীর নজরের অনেকটাই আড়ালে। এই বনে বানেন গোত্রের সদস্যরা বসবাস করেন। বিচিত্র প্রজাতির গাছ ও প্রাণীসমৃদ্ধ এই বনটিকে বৃক্ষনিধনের হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিক্যাপ্রিও। 

ইবো বনের গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়ার পর এর বিরোধিতা করে ক্যামেরুনের সরকারের কাছে চিঠি দিয়েছিলেন আন্তর্জাতিক উদ্ভিদ বিশেষজ্ঞরা।

লিওনার্দো ডিক্যাপ্রিও এ বিষয়টি জানার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তোলেন। এ নিয়ে তার টুইটার পোস্ট বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এক পর্যায়ে গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। 

জাগরণ/এসএসকে