• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০১:৫৪ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২২, ০১:৫৪ এএম

যে কারণে নিজেকে সরিয়ে নিলেন নাসরিন

যে কারণে নিজেকে সরিয়ে নিলেন নাসরিন
নাসরিন

স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী নাসরিন।

গত মঙ্গলবার মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেন এই অভিনেত্রী। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দিলদারের নায়িকা নাসরিন। 

এমন সিদ্ধান্ত কেন নিলেন সে প্রশ্নে সাংবাদিকদেরকে নাসরিন বলেন, সিনিয়রদের সম্মান রাখতেই সরে দাঁড়িয়েছি।  নাসরিন বলেন, ‘চলচ্চিত্রের সবাই আমাকে বলছেন যেন স্বতন্ত্র থেকে নির্বাচন না করি। কোনো প্যানেল থেকে দাঁড়িয়ে নির্বাচন করি। আমি তা করব না। তবে সবার অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ায়েছি। আমি সিনেমায় আমার সিনিয়রদের সম্মান করি। 

নাসরিন বলেন, আমি তাদের কথা রাখলাম। এবার যেই প্যানেলই আসুক, আশা করি ভালো কিছু করবে শিল্পীদের জন্য। সমিতি কারও ব্যক্তিগত সম্পত্তি না হোক। দুই প্যানেলেই আমার প্রিয়জনরা আছেন। তাদের জন্য শুভ কামনা।’

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারও নির্বাচনে লড়বেন বর্তমান সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

প্রথমবারের মতো এবার এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। এই প্যানেলে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সাইমন, ইমন, রিয়াজ ও ফেরদৌস।

জাগরণ/এসএসকে