• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ১১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২২, ১১:৪০ পিএম

জেমসের আক্ষেপ কিংবা আত্মউপলব্ধি

জেমসের আক্ষেপ কিংবা আত্মউপলব্ধি
নগরবাউল জেমস

ভিগি ভিগি, চাল চালে, আলবিদা, রিশতে ও বেবাসি— গানগুলো গেয়ে বলিউডে তাক লাগিয়ে দিয়েছিলেন নগরবাউল জেমস। এরপরই টানেন ফুলস্টপ। ছয় নম্বর গান আর আসেনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেমস বলেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশ ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। এর চেয়েও বড় প্রলোভন দিলেও আমি দেশ ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’

এক যুগ পর এবার ঈদে নতুন গান নিয়ে আসছেন জেমস। তার ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি চাঁদরাতে উন্মুক্ত করা হবে।

নতুন গান প্রসঙ্গে এই রক তারকার ভাষ্য, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। গানটির বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। গানটি পুরোপুরি ভক্তদের উদ্দেশে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

এরইমধ্যে গানের প্রমো প্রকাশ্যে এসেছে। গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। সুর করেছেন জেমস। শাহরিয়ার পলকের নির্দেশনায় ভিডিওচিত্রে পারফর্ম করেছেন জেমস।

জাগরণ/বিনোদন/সঙ্গীত/কেএপি