• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২৩, ১২:৫৯ এএম

‘কাজ ভালোবাসি, পুরুষ ঘৃণা করি’

‘কাজ ভালোবাসি, পুরুষ ঘৃণা করি’
কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার

ছোটপর্দার পর এবার ধীরে ধীরে সেলুলয়েডের পর্দাও নিজেদের জায়গা করে নিতে শুরু করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। 

২০ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পাচ্ছে নতুন ছবি ছবি ‘দিলখুশ’। এতে মধুমিতার বিপরীতে রয়েছেন সোহম মজুমদার। ছবিটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়।

ছবি মুক্তির আগে বেক সাক্ষাৎকারে এই উঠতি তারকা জানিয়েছেন, নিজের সিঙ্গেল স্ট্যাটাসের চাইতে কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে চান। আর পরিস্কার বলেছেন তিনি পুরুষ ঘৃণা করেন।

এর নেপথ্য নিয়ে কিছু না বলে মধুমিতা জানান, গত বছর তিনি প্রচুর পরিশ্রম করেছেন এবং নতুন বছরের শুরু থেকেই তার প্রতিদানও পেতে শুরু করেছেন। তাই তার দিলখুশ।

তিনি বলেন, নিজেকে সারা ক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়িমুড়কির মতো সবই এক ধরনের কাজ করছি না।

মধুমিতা আরও বলেন, বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভাল লাগছে। সব ধরনের কাজের জন্য আমায় প্রচুর সময় দিতে হচ্ছে।

এরই মধ্যে টালিউডের গণ্ডি পেরিয়ে তেলেগু ছবিতেও নাম লিখিয়েছেন মধুমিতা। এজন্য তাকে মার্শাল আর্ট শিখতে হয়েছে। এতে কিছুটা ওজন বেড়ে গেছে তার।

মধুমতিতা বরেন, আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি, কালশিটে কী হয়নি আমার সঙ্গে। আমিও আবার অনেক সময় কারও বুকে লাথি মেরে দিয়েছি।

মধুমিতা সরকার জানান, শুধু তেলেগু নয় হিন্দি সিনেমাতেও কাজ করতে চান তিনি। দিলখুশ মুক্তি মেলেই বলিউডের সঙ্গে আলোচনা শুরু হবে বলেও জানান, এই অভিনত্রী।

জাগরণ/বিনোদন/ছোটপর্দা/এসএসকে