• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০১৯, ০৯:০৫ পিএম

‘সরকারি-বেসরকারি যারাই নদীর জায়গা দখল করেছে, ছাড়তেই হবে’

‘সরকারি-বেসরকারি যারাই নদীর জায়গা দখল করেছে, ছাড়তেই হবে’
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম- ছবি: জাগরণ

 

সরকারি বা বেসরকারি পর্যায় থেকে নদীর জায়গা যারাই দখল করুক, কোন ছাড় পাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, টাস্ক ফোর্সের নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।  

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে নদী উদ্ধার ও দূষণ মুক্ত করা নিয়ে গঠিত টাস্ক ফোর্সের বৈঠক করেন মন্ত্রী। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, নদীর জায়গায় সরকারি-বেসরকারি কোন স্থাপনা থাকবে না। ক্ষমতাধরদের হাত যতই লম্বা হোক কোন লাভ হবে না। অভিযান কিন্তু অব্যাহত আছে এবং থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, উচ্ছেদ কৃত জায়গা পরিকল্পিত ভাবে সাজানো হবে। ধরতে পারেন টেমস নদীর মত, তবে সেটা তো ১০০ বছরের সফলতা। যা আমরা ১০ বছরে করবো। 

দখল ও দূষণ মুক্ত করতে ১০ বছরের মাস্টার প্লান নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।

এমএএম/টিএফ