• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৩:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৩:৪৭ পিএম

বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে ২০ জুন

বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে ২০ জুন

বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে আগামী বৃহস্পতিবার (২০ জুন)।প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হলেও এবার পবিত্র ঈদুল ফিতরের জন্য তা পালন করা হয়নি।
  
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের কর্মসূচি এবং বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উপমন্ত্রী হাবীবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী। 

এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল পতিপাদ্য হচ্ছে 'আসুন বায়ুদূষণ  রোধ করি' (বিট এয়ার পলুশন)। এই শ্লোগান নিয়ে এবার পরিবেশ দূষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য  সকালে সারা দেশে র‌্যালি, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।দিবসটিতে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

এমএএম /বিএস