• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০১৯, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০১৯, ০৬:৩৯ পিএম

নড়াইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

নড়াইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

নড়াইলের কালিয়ায় মাছের ঘেরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) কালিয়া পৌরসভার ভক্তডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ছোট কালিয়া গ্রামের ফুলনাথ বর্মণের ছেলে নয়ন বর্মণ (২৩) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীপুর গ্রামের ফারুক সর্দার (২৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার ভক্তডাঙ্গা বিলে প্রদীপ বর্মণের মাছের ঘেরে ৬ জন শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার সকালের দিকে হঠাৎ বৃষ্টি হলে ঘেরের পাড়ে থাকা খুপরি ঘরে অন্যরা ফিরে গেলেও নিহত ওই দুজন বাইরে ছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে থাকে। হঠাৎই ওই খুপরি ঘরের সামনেই বজ্রপাত হলে ৬ জনই আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই