• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ০৪:৪০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৪:৪০ পিএম

জামালপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকার ঝাইপাড়া গ্রামে বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ওই এলাকার জুনার বিলে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো আনোয়ার ইসলাম (২২) ও তার ছোট ভাই আল আমিন (১৭)। তাদের বাবার নাম আব্দুল লতিফ। তাদের বাড়ি পাথরের চর এলাকায়। আল আমিন স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র ছিল। তার ভাই আনোয়ার ইসলাম কৃষিকাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে তারা দুই ভাই বাড়ির পাশে জুনার বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন