• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৯:০০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ১১:০০ এএম

ঝড়ের রাতে জন্ম নিলো ‘বুলবুলি’

ঝড়ের রাতে জন্ম নিলো ‘বুলবুলি’

বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। মা ও মেয়ে দুজনেই সুস্থ  আছেন।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান। 

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে মোংলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. রাশেদুল হাসানসহ অন্যরা ঘটনাস্থলে যান ও মা মেয়ের শারীরিক অবস্থারর খোঁজখবর নেন। 

এদিকে, জেলা প্রশাসনের পক্ষে নতুন সন্তান ও মায়ের সার্বিক সহযোগিতা হিসাবে ২০,০০০ টাকা দেয়া হবে জানানো হয়। বাগেরহাট জেলা প্রশাসন নবজাতকের জন্য শুভকামনা এবং মা-মেয়ের সুস্থতা প্রার্থনা করছে।

কেএসটি

আরও পড়ুন