• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০৩:২০ পিএম

‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সুন্দর বনের আরো যত্ন নেয়া হবে’

‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সুন্দর বনের আরো যত্ন নেয়া হবে’
সচিবালয়ে সংবাদ সম্মেলনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সুন্দরবনকে আরো যত্ন নেয়া হবে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সুন্দর বনের কারণে যদি উপদ্রুত এলাকায় ঘূর্ণিঝড় দূর্বল হয়ে থাকে, তাহলে এই সুন্দর বনকে আরো পরিচর্যা প্রয়োজন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি বিষয় তুলে ধরার জন্য। আপনি যথার্থই বলেছেন। সত্যি পৃথিবীর সর্ববৃহৎ আমাদের সুন্দর বনের কি ভাবে আরো যত্ন নেয়া যার, আরো পরিচর্যা করা যায়, সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আমরা শিগগিরই বৈঠক করবো। আরো গাছ লাগানোর উদ্যোগ নেয়া হবে। 

এমএএম /বিএস