• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ১২:১০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৬, ২০২০, ১২:১০ পিএম

আবারো শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবারো শৈত্যপ্রবাহের পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। প্রচণ্ড ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি। অন্যদিকে, পঞ্চগড়ের তাপমাত্রা গতকালের চেয়ে এক ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

কয়েকদিনের মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।  

জেডএইচ/একেএস

 

আরও পড়ুন