• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৭:৪৯ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপ

রাজধানীসহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি

রাজধানীসহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

মোংলায় গত দু’দিন ধরে বৃষ্টি হওয়ায় মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসে বেগ পেতে হচ্ছে। বন্দরে সার, ক্লিংকার ও পাথর বোঝাই ১৫টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষায় রয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উন্নতি হতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এসএমএম