• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২০, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ০২:০৭ পিএম

এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনে পরিণত সুপার ঘূর্ণিঝড় আম্ফান

এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনে পরিণত সুপার ঘূর্ণিঝড় আম্ফান
সংগৃহীত ছবি

ভূমিতে আঘাতের আগেই কিছুটা শক্তি খোয়ালো ঘূর্ণিঝড় আম্পান। এতে ‘সুপার সাইক্লোন’ থেকে পরিণত হয়েছে ‘একট্রিম সিভিয়ার সাইক্লোন’।

তবে এখনও যথেষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসঙ্কেত দেখাতে বলেছে, আবহাওয়া অধিদফতর। দেশের উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়াসহ গুড়ি বৃষ্টি হচ্ছে।

রাজধানী ঢাকায়ও গত রাত গুড়ি বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড়টি বুধবার (২০ মে) বিকাল অথবা সন্ধ্যার পর এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

উপকূল ও চরের নিম্নাঞ্চলে ১০-১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এরই মধ্যে সাইক্লোন শেল্টার নেয়া হয়েছে বহু মানুষকে। উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুতি আছে সেনা, নৌবাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের।

এসএমএম

আরও পড়ুন