• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৬, ২০১৯, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ১১:৪৩ এএম

চোখের চিকিৎসার জন্য লন্ড‌নে রাষ্ট্রপ‌তি

চোখের চিকিৎসার জন্য লন্ড‌নে রাষ্ট্রপ‌তি
লন্ডনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ -ছবি : জাগরণ

চোখের চিকিৎসা ও‌ নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডন সময় বি‌কাল সা‌ড়ে ৬টায় তিনি সেন্ট্রাল লন্ড‌নের তাজ হোটেলে পৌঁছালে সেখা‌নে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। 

এরপর সেখানে তিনি দ‌লের সিনিয়র নেতাকর্মী‌দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় যুক্তরা‌জ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক, নঈম উদ্দীন রিয়াজ, মোহাম্মদ আহসান, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক জানান, লন্ডন সময় বি‌কাল চারটায় রাষ্ট্রপ‌তি‌কে বহনকারী বাংলা‌দেশ বিমা‌নের বি‌শেষ ফ্লাইট‌টি লন্ড‌নের হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছায়। এ সময় লন্ড‌নে নিযুক্ত বাংলা‌দেশ হাইক‌মিশনার সাইদা মুনা তাস‌নিমসহ হাইক‌মিশনের কর্মকর্তারা তা‌কে স্বাগত জানান।  

উল্লেখ্য, চোখের চিকিৎসা ও‌ নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনের মরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন তিনি।

একেএস

  • প্রবাস এর আরও খবর