• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০১৯, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০১৯, ১০:৪৩ এএম

পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি যুবক খুন!

পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি যুবক খুন!

পূর্ব লন্ডনের সেন্ট পলস ওয়ে স্কুলের সামনে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় ৬টা ১৮ মিনিটে মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে সেন্ট পলস ওয়েতে ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী ঐ দুজনের মধ্যে ২৩ বছর বয়সী একজন নিহত হয়েছেন।

নিহতের বড় ভাইয়ের বন্ধু খুন হওয়ার কথা নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ আলম। সে টাওয়ার হ্যামলেটস বারার বার্টেট রোড এলাকার বাসিন্দা। নিহতের ভাই মাসুম জানান, তার ভাইকে ৭ বার ছুরিকাঘাত করা হয়। সে রোজা অবস্থায় মারা গেছে।

স্যোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সেন্ট পলস ওয়ে স্কুলের সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবককে বাঁচাতে কয়েকজন যুবক প্রাণপণ চেষ্টা করছেন। তারা সকলেই কথা বলছিলেন বাংলায়। 

মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপিতে জানায়, বিকাল আনুমানিক সাড়ে ৪টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার বয়স আনুমানিক ২৩ বছর। অপর যুবক আশঙ্কামুক্ত।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।

এফসি

  • প্রবাস এর আরও খবর