• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৩:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৩:০৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ শেখ হাসিনার

ডেঙ্গু প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ শেখ হাসিনার
শেখ হাসিনা - ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক বিশেষ সভায় লন্ডন থেকে ফোনে তিনি এই নির্দেশ দেন। সভায় তার বক্তব্য মোবাইল ফোনের মাধ্যমে স্পিকারে সংযুক্ত করে শোনানো হয়।     

প্রধানমন্ত্রী বলেন, ‘কী কী করণীয় আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই লিফলেট তৈরি করেছি, আমি বলে দিয়েছি সব জায়গায় দিতে। আর সরকারিভাবে প্রচারণা চালানো হচ্ছে। প্রত্যেকের উচিত এই বিষয়গুলোতে নজর দেয়া।’

তিনি বলেন, ‘আমাদের ছাত্র-শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সংগঠন, সকলকে বলবো অফিস আদালতে এসির পানি, ফুলের টব, ভাঙা হাড়ি, আবদ্ধ জলাশয় সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেয়া দরকার। আমি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের সকলের প্রতি আহ্বান করবো আমাদের নেতাকর্মীরা যেন মাঠে নেমে পড়ে।’

সিটি কর্পোরেশনের দুই মেয়রের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে এ সময় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, আমি ঢাকার দুই সিটি মেয়রের সাথে কথা বলেছি। মশা যেন ডিম পাড়তে না পারে, মশার লার্ভা যেন তৈরি না হয়, বংশ বিস্তার করতে না পারে সেদিকে দৃষ্টি দেয়া এবং প্রটেকশন দেয়া। প্রত্যেকটা মানুষকে নিজেকেই করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমি সকলকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকের ঘরবাড়ি রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন।’

ডেঙ্গুর বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিকদেরও বিভিন্ন জয়গায় ঘুরতে হয়, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে সকলে যেন সাবধান থাকে। কাজেই কর্মস্থানে যেন মশা কামড়াতে না পারে বংশ বিস্তার করতে না পারে। সবাই পরিষ্কার পরিছন্ন থাকলে আমরা রক্ষা পেতে পারব।’

জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে সারা বাংলাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী কর্মসূচি শুরু করছে আওয়ামী লীগ। আগামী ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে এর প্রস্তুতি হিসেবে এই সভা করলো দলটি।

এএইচএস / এফসি

আরও পড়ুন