• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ১২:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সরকার অমানবিক ও বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে

সরকার অমানবিক ও বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে
নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  -  ছবি : জাগরণ

বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করছে, সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এ জন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি রোববার (১১ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরিউক্ত কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ফখরুল বলেন, এই সরকার অমানবিক ও বেআইনি কাজে এত অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতা লক্ষ করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজ করছে।

রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে এমনই আরো অভিযোগ তুলে তিনি বলেন, এই দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিনিধিত্ব করেন তিনি। গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত তিনি। অবিলম্বে তাকে মুক্তি দেয়া উচিত।

এ সময় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নূরে সাহাদাত স্বজন, পয়গাম আলী, সুলতানুল ফেরদৌস নূর চৌধূরী, আনসারুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীরা।

এনআই

আরও পড়ুন