• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৭:৫৩ পিএম

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য

লন্ডনে বাংলাদেশি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং যোবায়ের নামের ব্যক্তির সঙ্গে কমিশনের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমন খবর প্রচারের ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে উক্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এ সম্পর্কে বাংলাদেশ হাই কমিশনের বলেছেন ‘যোবায়ের নামক কোনও ব্যক্তির সঙ্গে বাংলাদেশ হাই কমিশন লন্ডন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেনি। এ ধরনের কোনও ব্যক্তির সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের কোনও সংশ্লিষ্টতা নেই। তিনি হাই কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট। এজন্য শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করার যে কথা বলা হয়েছে সে বিষয়েও হাই কমিশন অবগত নয়।

তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শ দেয়া হলো।

একেএস

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর