• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৫৪ পিএম

১২ ডিসেম্বর ব্রিটেনে নির্বাচন

জনমত জরিপে এগিয়ে ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি

জনমত জরিপে এগিয়ে ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি

যুক্তরাজ্যে ৫৮ তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু ১২ ডিসেম্বর। ব্রেক্সিট ইস্যুতে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চলছে শেষ সময়ের হিসাব-নিকাশ। ৬ সাপ্তাহের নির্বাচনি প্রচারণার ফলাফল বৃহস্পতিবার পোলিং সেন্টারে ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। 

ব্রিটেনের এ নির্বাচনের ফলাফল কেমন হতে পারে, তা নিয়ে জরিপ সংস্থাগুলো তাদের শেষ সময়ের জরিপের ফলাফল প্রকাশ করেছে। অন্যতম জরিপ সংস্থা ইউগোভ তাদের শেষ মুহূর্তের জরিপে বলছে, কনজারভেটিব পার্টি ২৮টি আসনের মতো বেশি পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে। তাদের জরিপে টোরি পার্টি ৪৩ শতাংশের ভোট পেয়ে ৩৩৯টি আসন এবং লেবার পার্টি ৩৪ শতাংশের ভোট পেয়ে ২৩১টি আসন পেতে পারে। লিমডেম ১২ শতাংশ মতামত নিয়ে ১৫টি, গ্রিন পার্টি ৩ শতাংশ নিয়ে ১টি আসন, এবং ব্রেক্সিট পার্টি ৩ পার্সেন্ট হলেও কোনো আসন নাও পেতে পারে।

জরিপের মতে, এসএনপি ৪১টি আসন পেতে পারে যা তাদের বর্তমান আসন থেকে ৬টি বেশি। ইউগোভের আগের ফলাফলে দেখা গিয়েছিল কনজারভেটিব পার্টি ৬৮টি আসন বেশি পেয়ে একক মেজোরিটি পাবে। বর্তমান জরিপে দেখা যাচ্ছে, লেবার পার্টি ব্যবধান কমিয়ে এনেছে। কনজারভেটিব পার্টি তাদের শেষ সময়ের নির্বাচনি প্রচারণায়ও ব্রেক্সিটকে প্রাধান্য দিয়ে বলছে, একমাত্র তারাই ব্রেক্সিট সম্পাদন করতে পারবে। অপরদিকে, লেবার পার্টি, ভোট ফর হোপ স্লোগান নিয়ে প্রচারণা চালাচ্ছে। লিমডেব বলছে ব্রেক্সিট বন্ধ করতে হলে তাদের ভোট দিতে হবে।

আরেকটি জরিপ সংস্থা মোরি জানিয়েছে, নেতা হিসেবে বরিস জনসন সবার চেয়ে এগিয়ে। ৪৭ শতাংশ লোক তাকে অপছন্দ করলেও ৩৩ শতাংশ তাকে পছন্দ করেন। অপর দিকে, জেরেমি করবিনকে পছন্দ করেন ২৬ পার্সেন্ট, এবং অপছন্দ করেন ৫৬ পার্সেন্ট। এরপর রয়েছেন যথাক্রমে লিমডেম নেতা জো-সুইনসন, এবং ব্রেক্সিট নেতা নাইজেল ফারাজ। আইসিএম এর সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, টোরি পার্টি ৪২ শতাংশ, লেবার পার্টি ৩৬ শতাংশ এবং লিবডেম ১২ শতাংশ।

শেষ সময়ে প্রকাশিত প্রত্যেকটা জরিপে কনজারভেটিব পার্টি এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে, লেবার পার্টি ক্রমশ ব্যবধান কমাচ্ছে। ২০১৭ সালের নির্বাচনের পূর্বে প্রকাশিত জরিপে টেরিজা মের কনজারভেটিব পার্টি এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। 

একেএস


 

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর