• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৭:০৫ পিএম

বুদ্ধিজীবী হত্যা : লন্ডনে চৌধুরী  মইনুদ্দিনের ফাঁসি দাবি  

বুদ্ধিজীবী হত্যা : লন্ডনে চৌধুরী  মইনুদ্দিনের ফাঁসি দাবি  

বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক চৌধুরী  মইনুদ্দিনকে দেশে  ফিরিয়ে  নিয়ে ফাঁসির  রায় কার্যকরের দাবি জানিয়েছে একাত্তরের  ঘাতক-দালাল নির্মূল  কমিটি লন্ডন  শাখা । 

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সভায় বক্তরা এ দাবি জানান।   

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের  ১৪  ডিসেম্বর  বিজয়ের  ঊষালগ্নে  জাতিকে  মেধাশূন্য করতেই সুপরিকল্পিত  ভাবে  জাতির  শ্রেষ্ট  সন্তানদের  ঘর  থেকে ধরে  নিয়ে  হত্যাকরা  হয়।বুদ্ধিজীবী হত্যার  মূল  পরিকল্পনা  করেছিল  পাকিস্তানিদের  দোষর  আলবদর  রাজাকার  ও আল সামস  বাহিনীর  সদস্যরা। আর  এর  অন্যতম  নায়ক  ছিল  তৎকালীন  আলবদর  কমান্ডার লন্ডনে  পলাতক ফাঁসির  দণ্ডপ্রাপ্ত  আসামি চৌধুরী  মইনুদ্দিন । 

বক্তরা  বলেন, চৌধুরী মইনুদ্দিন এখনো  লন্ডনে  বসে  দেশকে অস্থিতিশীল  করতে  বিভিন্ন ভাবে পায়তারা  করছে। তাকে দেশে  ফিরিয়ে  নিয়ে ফাঁসির  রায় কার্যকর  ও  সেই  সঙ্গে  তারই  প্রতিষ্ঠিত দাতব্য  সংস্থা  মুসলিম  এইডের কার্যক্রম বাংলাদেশে  বন্ধের দাবি জানান। 

ডিসেম্বর  লন্ডন  সময়  সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের  আলতাব  আলী  পার্কের  শহীদ  মিনারে  একাত্তরের  ঘাতক-দালাল নির্মুল কমিটির সিনিয়র  সহসভাপতি  সাংবাদিক  মতিয়ার  চৌধুরীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল  আহমদ খানের  সঞ্চালনায়  অনুষ্ঠিত  আলোচনা  সভায়  অতিথি  হিসেবে  বক্তব্য  রাখেন-  লন্ডনে  বাংলাদেশ মিশনের  কর্মকর্তা  ইসমাইল  হোসেন,  একাত্তরের  ঘাতক-দালাল নির্মূল কমিটির  কেন্দ্রীয় সদস্য সাংবাদিক  আনসার  আহমেদ  উল্লাহ,  টাওয়ার  হ্যামলেটস  কাউন্সিলের  ডেপুটি স্পিকার কাউন্সিলার  আহবাব  হোসেন,বার্কিং  অ্যান্ড  ডাগেনতহ্যাম  কাউন্সিলের কাউন্সিলার  মঈন  কাদরি, যুক্তরাজ্য  আওয়ামী লীগের  সাংগঠনিক  সম্পাদক আব্দুল আহাদ  চৌধুরী। 
    
এছাড়াও  আলোচনায়  অংশ  নেন-  টাওয়ার  হ্যামলেটস  কাউন্সিলের সাবেক  মেয়র  সেলিম  উল্লাহ,  মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার  মিফতাহ  ইসলাম,  মুক্তিযোদ্ধা  আব্দুল হাদি, যুদ্ধাপরাধ  বিচার  মঞ্চের সহ-সভাপতি  ড.  আনিছুর  রহমান  আনিছ, যুদ্ধাপরাধ  বিচার  মঞ্চের সদস্য  বাতিরুল  হক  সরদার,  সত্যেন  সেন  স্কুল  অফ  পার্ফরমিং  আর্টসের  সভাপতি  হারুনুর রশিদ, কবি  ময়নুর  রহমান  বাবুল, যুক্তরাজ্য  জাসদের  সহসভাপতি অ্যাডভোকেট  মুজিবুল  হক মনি, ওয়েষ্ট  লন্ডন  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  হাজী  আব্দুল  হান্নান, বিসিএ‘র  সাবেক  সাধারণ সম্পাদক আশরাফ  উদ্দিন, কমিউনিটি  নেতা  হাবিবুর  রহমান,  কমিউনিষ্ট  পার্টির  সৈয়দ  আব্দুর    রকিব, কমিউনিষ্ট  পার্টির  সাবেক  প্রেসিডেন্ট  ড. রফিকুল  হাসান  খান  জিন্না, পূর্ব লন্ডন  আওয়ামী লীগের সৈয়দ গোলাব আলী, সাবেক ছাত্র নেতা সায়েক  আহমদ, জানে  আলম, লিটন  আহমদ, প্রজাপতি  গ্রুপের  ফেরদৌসি জয়িতা, একাত্তরের  ঘাতক-দালাল নির্মুল  কমিটি  যুক্তরাজ্য  শাখার সাংগঠনিক  সম্পাদক  রুবি  হক, সাংস্কৃতিক  সম্পাদক  সেলিনা  হোসেন,  হামিদা  ইদ্রিস,    অসিমা দে, শারমিন  বিথি, প্রবাসে  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  মজুমদার  আলী, নজরুল  ইসলাম প্রমুখ।  

প্রদীপ  প্রজ্জলনের  মাধ্যমে  অনুষ্ঠানের  শুরুতে  শহীদ  মিনারে  ফুল  দিয়ে  শহীদদের  প্রতি শ্রদ্ধা  জানানো  হয়, এক মিনিট  নীরবতা  পালন  করা  হয়  ও  জাতীয়  সঙ্গীতের  মধ্য  দিয়ে  অনুষ্ঠান শেষ হয়। 

টিএফ/বিএস 
 

  • প্রবাস এর আরও খবর