• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ০৬:৪৩ পিএম

রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে স্পেনে আনন্দ আয়োজন

রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে স্পেনে আনন্দ আয়োজন
প্রীতিভোজ অনুষ্ঠান ঘিরে পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় -ছবি : বকুল খান

স্পেনের মাদ্রিদ কমিউনিটির সম্মানে এক আনন্দ আয়োজন ও প্রীতিভোজ অনুষ্ঠানের করেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আবদুস সাত্তার (প্রবাসী)। 

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) এই আয়োজন ঘিরে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হল রুমে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়।

প্রায় ৭ শতাধিক প্রবাসী এতে অংশ নেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, রাজনীতিবিদ দুলাল সাফা, জাকির হুসেন, দবির তালুকদার সহ আরও অনেকে। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রিদের ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীরা। 

আয়োজন প্রসঙ্গে আবদুস সাত্তার বলেন, প্রবাসীরা নিজ উদ্যোগে প্রবাসের মাটিতে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে দেশে রেমিটেন্স পাঠিয়ে উন্নয়নে ভূমিকা রাখছেন। সেই রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে আমার আজকের এই আয়োজন।

এসএমএম

  • প্রবাস এর আরও খবর