• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:০০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:০০ পিএম

বার্সেলোনায় বিজয় দিবস উদযাপন 

বার্সেলোনায় বিজয় দিবস উদযাপন 
বার্সেলোনায় অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধ- ছবি : বকুল খান

বার্সেলোনার প্লাজা পেদ্রোয় নির্মিত অস্থায়ী শহীদ মিনার চত্বরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এন বার্সেলোনার আয়োজনে বিপুল উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনা কর্তৃক নির্মিত নান্দনিক বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের আদলে অস্থায়ী স্মৃতিসৌধ প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিদের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

৩০ লাখ শহীদের আত্মত্যাগ সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার শহীদদের সম্মান জানাতে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় সময় বিকাল ৪টা থেকে বিপুল সংখ্যক প্রবাসীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাজহারুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিরা আলম সংগঠনের সম্পাদকমণ্ডলি, উপদেষ্টা সহ সবাইকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বার্সেলোনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান সিনিয়র রামন পেদ্রো।

কুলতুরাল অ্যাসোসিয়েশন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া, কাতালোনিয়া আওয়ামী লীগ, বার্সেলোনা আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়া শাখা, সান্তাকলোমা আওয়ামী লীগ বার্সেলোনা, বাংলাদেশ প্রেস ক্লাব ইন বার্সেলোনা, বয়েজ অব বার্সেলোনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কাতালোনিয়া আওয়ামী যুবলীগ (শাহাবুদ্দিন), বড়লেখা সমিতি, ওসমানীনগর বালাগঞ্জ, সাবেক ছাত্রলীগ ফোরাম বার্সেলোনা অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

এসএমএম

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর