• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০১৯, ১১:০৫ এএম

তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৭ জন অভিবাসী নিহত

তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ৭ জন অভিবাসী নিহত

তুরস্কের পূর্বাঞ্চলীয় একটি হ্রদে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৭জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে। নৌকাটিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক ছিল বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে বিবিসি।

বার্তা সংস্থা বিবিসি উল্লেখ করেছে, তুরস্কের বিতলিস প্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ওই নৌকায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন। ইরান সীমান্তের কাছে এ লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলাটি অবস্থিত। অনেক অভিবাসন প্রত্যাশী ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের এ পথ ব্যবহার করে থাকেন। নিহতদের পরিচয় জানা যায়নি। নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

টিএফ

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর