• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৩:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৩:১৯ পিএম

মালয়েশিয়ায় অধ্যক্ষ শাহজাহান সাজুকে বিশেষ সম্মাননা

মালয়েশিয়ায় অধ্যক্ষ শাহজাহান সাজুকে বিশেষ সম্মাননা
শাহজাহান আলম সাজু

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বিশিষ্ট গুণী ব্যক্তিদের এওয়ার্ড, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম ও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় শিক্ষক নেতা, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট লেখক, বিশ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে সম্মানসূচক বিশেষ এওয়ার্ডে ভূষিত পদক তুলে দেন সেকি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মো. মাহবুবুর রহমান। উপস্থিত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি করতালি দিয়ে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে স্বাগত জানায়।

অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

এফসি

  • প্রবাস এর আরও খবর