• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৯:২০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৯:২০ এএম

করোনাভাইরাস প্রকোপ

নিউইয়র্ক ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীর মৃত্যু

নিউইয়র্ক ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীর মৃত্যু
নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরী। ছবি- সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরী মারা গেছেন।

স্থানীয় সময় রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় কুইন্স হাসপাতাল সেন্টারে তার মৃত্যু হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগে আমেরিকান-বাংলাদেশি হিসেবে মোহাম্মদ চৌধুরী ছিলেন এ যাবৎকালের সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা। তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগের যোগ দেওয়া প্রথম দিকের একজন বাংলাদেশি সদস্য। দীর্ঘ ৩০ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন ইউএস পুলিশ বিভাগে।

১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি কর্মক্ষেত্রে যোগদান করেন। ১৯৯০ সালে মোহাম্মদ চৌধুরী ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালে ট্রাফি ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান আমেরিকায় এই বাংলাদেশি। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।

জেডএইচ/এসকে

  • প্রবাস এর আরও খবর