• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ০৬:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২০, ০৬:২৬ পিএম

থাইল্যান্ডে গ্রেপ্তার ৩ বাংলাদেশি 

থাইল্যান্ডে গ্রেপ্তার ৩ বাংলাদেশি 

কম্বোডিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে থাইল্যান্ডে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সা কায়ো প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করে সীমান্ত পুলিশ।

তারা হলেন- সোহেল পারভেজ (৪০), এমডি (২৭) ও আব্দুল করিম আলজাদ (৩৩)। তাদের সবার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম পাত্তায়া নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সীমান্ত পুলিশকে জানায়- ওই তিন বাংলাদেশি মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়ায় গিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে পড়েন।

এমন অবস্থায় দেশের ফেরার কোনো উপায় খুঁজে না পেয়ে এবং টাকা-পয়সাও অনেক আগেই ফুরিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েন তারা। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় ব্যাংকক দূতাবাসের সহায়তা নিতে থাইল্যান্ডে ঢুকেন তারা।

সংবাদমাধ্যম জানায়, কম্বোডিয়ার পইপেট এলাকা দিয়ে একটি খাল পাড়ি দিয়ে থ্যাইল্যান্ডে ঢোকার সময় ক্লোং লোয়েক এলাকা থেকে গ্রেপ্তার করে সীমান্ত পুলিশ।


এম
 

  • প্রবাস এর আরও খবর